বিবর্ণতায় ধরেছে হৃদয়: অশোক কুমার রায়

 

ক্লান্ত, বিধস্ত হয়ে বিবর্ণতায় ধরেছে হৃদয়
কতদূও পথ পাড়ি দিলে মুক্ত হওয়া যাবে
জানা নেই বন্ধু!

কিভাবে বেঁচে আছি প্রিয়জন ছাড়া
সেটা জানারও কেউ নেই
আমার মুখোশ টুকু দেখে
সবাই ভাবে আমি বড় সুখি
এটা দেখে আমারও সুখ লাগে

চারিদিকে প্রাকৃতিক নৈসর্গীক সুখ
আর্থিক দৈন্যতায় তা উপেক্ষিত
আকাশের চাঁদ যেন আগের চেয়ে ¤øান
বাতাসে আজকাল গরমের সমারোহ বেশি
মেঘনার বুকে শান্তির বাতাস নেই
জলের ঢেউ যেন অজানা বিপদের সংকেত দেয়
আসলে সবই ঠিক আছে
নেই শুধু আমার আর্থিক স্বচ্ছলতা

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে
যা টান পড়েছে আমার স্বল্প আয়ে
চারিদিকে দ্বন্দ উপচে পড়েছে ঘরে ঘরে
সামাজিক অবস্থানেও পিছুটান
আমি অসহায় হয়ে পড়েছি
মুদ্রাস্ফীতি নামক পাগলা ঘোড়ার কাছে
ক্লান্ত, বিধস্ত হয়ে এখন বিবর্ণতায় ধরেছে হৃদয়