পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত নিহত ৬

মাজহারুল ইসলাম (রুবেল) :

শরীয়তপুরের জাজিরা এলাকায় এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা লেগে রোগীসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন।

আজ ভোর রাত ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই এম্বুলেন্সের যাত্রী। তাদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক, তার সহকারী, রোগী ও তার স্বজনরা রয়েছেন। নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), চালক জিলানি (২৮), হেলপার রবিউল ইসলাম (২৬), সাংবাদিক মাসুদ রানা (৩০)।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, ভোরে বরিশাল থেকে একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে যাচ্ছিল। আগে থেকেই জাজিরার নওডোবা এলাকায় এক্সপ্রেসওয়ের ওপর অবৈধভাবে দাঁড়িয়ে ছিল একটি এলপি গ্যাসবোঝাই ট্রাক।

ঘন কুয়াশার কারণে এম্বুলেন্সের চালক দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৬ জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে সাংবাদিক মোঃ মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ। এম্বুলেন্সের হেলপার রবিউল ইসলামের বাড়ি ঢাকা উত্তর সিটি করপোরেশনের তালতলার খিলগাঁও এলাকায়।

হাইওয়ে ফরিদপুর সার্কেল এএসপি মো. মারুফ হাসান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ থানা পুলিশকে সাথে নিয়ে নিহতদের লাশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এসে সুরতহাল করেছি।

নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে এখান থেকেই স্বজনদের হাতে লাশ তুলে দেয়া হবে।