মাতৃভূমি সবুজ সোনার বাংলাদেশ

জিএম মুছা

উন্নয়নের পদ্মা সেতু, মেট্রো রেলের বাংলাদেশ
ডিজিটাল মাধ্যমে আয়ের বাংলাদেশ
উন্নয়নে ভেসে যায় স্বাধীন সোনার বাংলাদেশ।
এ সব কথা শুনতে লাগে কিন্তু বেশ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নেই যে তার শেষ
তবুও মুখে বলছি সবাই সাবাস বাংলাদেশ।

পীর মুর্শিদ আউলিয়া ফকির দরবেশ, বার ভূঁইয়ার বাংলাদেশ।
সুজলা-সুফলা শস্য-শ্যামল ,
সবুজ সোনার বাংলাদেশ।
ঋতু বৈচিত্রের বাংলাদেশ।

নয়নাভিরাম দৃশ্য ভরা আমার
সোনার বাংলাদেশ,
সাদা সোনা-সোনালী আঁশের বাংলাদেশ।
জোয়ার-ভাটার পলি মাটির বাংলাদেশ‌।

ধানের দেশ বানের দেশ,
পানের দেশ বাংলাদেশ।
পাখ পাখালি বন জঙ্গল
নদী নালার বাংলাদেশ।

দেখব এবার স্মার্ট এক বাংলাদেশ
সাবাস এই তো আমার মাতৃভূমি সবুজ সোনার বাংলাদেশ।।

(সমাপ্ত)