ভালোবাসা : অশোক কুমার রায়

অরুনার কাছে ভালোবাসা না পাবার
তীব্র আঘাতে ফিরে এলাম
পৃথিবীতে ভালোবাসা শব্দটির মতো
কদর্য অনুভূতি বলে কিছু রয়েছে কিনা
এ নিয়ে মনে সুতীব্র দ্বন্দে
আমি অসুস্থ্য হয়ে পড়লাম
মনে হলো নিঃস্ব রিক্ত হয়ে গেছি
অরুনার ভালোবাসা না পেয়ে

অরুনার চেয়েও সুতীব্র আঘাত করেছিল
গোধুলী নামক মেয়েটি
দীর্ঘকাল আমাকে ভালোবেসে—
ঘর বাধার স্বপ্ন দেখিয়ে
কোন এক ফাগুনের গোধুলী লগ্নে
অন্যের গলায় মালা পরিয়ে চলে গেল
কোন এক দূসর রাজ্যে
এই যে পেয়ে হারানোর বেদনায়
সবচেয়ে বেশি অপমানিত বোধ করেছি

পাওয়া না পাওয়ার দ্বন্দে
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই ধরেই
জীবন যাপন করছি কিছুকাল
অরুনার ভালোবাসা পাইনি সত্যি
এতে আমার অপমান নয়
চাইলেই সব পেতে হবে এমন তো নয়

আমার হৃদয়ের উচ্ছসিত ভালোবাসার
মৃত্যুর জন্য কস্ট পেয়েছিলাম
কিন্তু গোধুলী তো ভালোবেসেছিল
চোখে চোখ রেখে স্বপ্ন দেখিয়েছিল
ঘর বাধার, নতুন জগত তৈরির
আমার রংহীন বসন্তকে বর্ণিল রংয়ে রাঙ্গাবার
তবে কেন এ প্রত্যাখান

না পাওয়ার বেদনার চেয়ে বড়ই কঠিন
এ অপমান সহ্য করা সত্যিই অসাধ্য
তারপর তুমি এল কোন এক বসন্তে
সাহারার মরুভূমিতে এক পশলা বৃস্টি যেন
চোখে চোখ রেখে সুধালে ভালোবাসার গল্প
অতি আপন করে ধরলে আমার হাত
চঞ্চল হৃদয়কে করলে শান্ত
ভালোবাসা বাসিতে আমার পৃথিবী আজ রঙ্গীন
এভাবে থাকবে তো চিরদিন।