যতটা তুমি ভয় পাও

জিএম মুছা :

একদিন মেঘের সিঁড়ি বেয়ে বেয়ে, উঠে গেলাম আকাশের কার্নিশে ঝুলানো দোলনায়,
সেখানে দোল খেতে খেতে,দোলনা ছিঁড়ে পড়েছিলাম,
তোমাদের বাড়ির আঙিনায়,
তুমি তখন তোমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে হিঃ হিঃ করে হেসে বলেছিলে, কি বোকা!

সত্যি আমি কি বোকা! তবে তোমার মত নয়,
তুমি তো ব্যালকনি থেকে নামতেই ভয় পাও,
অথচ এই দেখো, আমি বোকা হলেও দোলনা ছিঁড়ে পড়লেও,

এতটুকু ভয় পাইনি, যতটা তুমি ভয় পাও,
ব্যালকনি থেকে নামতে।।