পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি জেলা প্রশাসকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধান, জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ, পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা, পৌর মেয়র জাকিয়া খাতুন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি নাইমুজ্জামান মুক্ত, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপরে একে একে জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রেসক্লাব, বিএনপি, জাতীয়পার্টি, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এর নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়ামে একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।