বোদায় মহান ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার প্রথম প্রহরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, পৌর মেয়র আজাহার আলী, উপজেলা ভাই-চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাই-চেয়ারম্যান লক্ষ্মী রানী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মো. ইমতিয়াজ হোসেন মির্জা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছারুল আমিন, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপরে একে একে বোদা উপজেলা আওয়ামীলীগ, বোদা পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বোদা উপজেলা প্রেসক্লাব, বিএনপি, জাতীয়পার্টি, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এর নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান কে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।