অন্ধকূপ : মিজানুর রহমান রানা

বিবেকের অন্ধকূপ
এখন আমাকে একটু বিষ দাও অথবা একটু ধৈর্য
অথবা বাজারের ব্যাগটা থেকে মুক্তি দাও!

আমি আর পারিনা বয়ে যেতে এই বিষাক্ত নদীর গর্জন
আমার তো নেই কোনো অর্জন
বোবা কান্নায় মানুষ করে হাহাকার
কী আছে চাইবার
ব্যাংক খেয়েছে লুটেরা
খেয়েছো নদীর জল দূষিত করে
মানুষের অধিকার নিজের পকেটে ভরে।

তবুও তোমায় মানুষ স্যালুট করে
হায় কাপুরুষ বার বার মরে।

মিজানুর রহমান রানা
২৮.০২.২৩
হাজিগঞ্জ।