পঞ্চগড়ে কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বস্তরের মুসলমান।

২ মার্চ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টায় খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ, ইসলামি আন্দোলনসহ আটটি সংগঠন শহরের চৌরঙ্গী মোড়ে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। দুপুর পর্যন্ত প্রশাসনের কোন আশ্বাস না পেলে, যোহরের নামায সড়কেই পড়ে মুসল্লিরা।

ইসলামী আন্দোলন বাংলদেশের পঞ্চগড় শাখা, সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ, ইমান-আকিদা রক্ষা কমিটি, ইমাম-মোয়াজ্জিন কল্যাণ সমিতি, পঞ্চগড় কওমি ওলামা পরিষদ ও জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের শত শত লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় পঞ্চগড় শহরের সবকটি প্রবেশপথ বন্ধ হয়ে যানবাহনসহ জনদূর্ভোগে পড়ে পথচারীরা।

এর আগে খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ, ইসলামি আন্দোলনসহ আটটি সংগঠন কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবী অমুসলিম কাদিয়ানীদের সালানা জলসা বন্ধ করতে হবে।

জানা যায়,আগামী ৩,৪,৫ মার্চ পঞ্চগড়ের আহমদনগরে কাদিয়ানীদের ন্যাশনাল সালানা জলসা অনুষ্ঠানের ঘোষণায় সম্মিলিত মুসলমানদের এ কর্মসূচি।