অ্যাড. বদিউজ্জামান কিরণ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
শিশু কিশোরদের অন্যতম জনপ্রিয় জাতীয় সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরন। তিনি চাঁদপুর জেলার একজন সাংস্কৃতিক মনা মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত।

গত ৪ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সবার মতামতের ভিত্তিতে মিয়া মনসফকে সভাপতি এবং শেখ মনিরুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন।

এদিকে তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারন সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, মতলব উত্তর, মতলব দক্ষিণ ,হাজীগঞ্জ, ফরিদগঞ্জ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অ্যাড. বদিউজ্জামান কিরন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সম্মানিত সদস্য হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।

এ বিষয়ে অ্যাড. বদিউজ্জামান কিরন তার অনুভূতি প্রকাশ করে বলেন আমি দীর্ঘদিন যাবত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চাঁদপুর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটিতে আমাকে যুগ্ন সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় আমি সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীতে চাঁদপুর জেলাসহ জাতীয়ভাবে সংগঠনটির গতিশীলতা বৃদ্ধিতে আমার অভিজ্ঞতা এবং কর্মদক্ষতা প্রয়োগ করে বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এই জনপ্রিয় শিশু কিশোর সংগঠনকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে যথেষ্ট ভূমিকা রাখতে পারব বলে আমি বিশ্বাস করি।