নারায়ণগঞ্জের সাইনবোর্ডে পাট বোঝাইকৃত ট্রাক উল্টে পড়ে গেছে

সোহেল আহমেদ ভূঁইয়া
করেসপোন্ডেন্ট

আজ সকালে আনুমানিক ৭টায় একটি পাট বোঝাইকৃত ট্রাক উল্টে পড়ে গেছে। ট্রাকটি চট্টগ্রাম থেকে আসছিলো। ড্রাইভার এর ঘুমের কারণে ট্রাকটি উল্টে যায়। তবে কেউ হতাহত হয়নি।

কিন্তু এই ঘটনার জন্য রাস্তায় কিছুটা জ্যাম লক্ষ্য করা গেছে। হানিফ রানা নামে একজন পথচারী জানালেন, ট্রাকটি উল্টে যাওয়ায় রাস্তায় জ্যাম হয়ে আছে। এতে করে আমাদের অফিসে দেরী হয়ে যায়। এমনকি ট্রাকটি সরানোর কোন উদ্যোগ এখন পর্যন্ত দেখা যায় নি। তিনি আরো বলেন যে, এখানে যেসব কর্মরত পুলিশ আছে তাদের কাজের তৎপরতা অনেক ধীরগতির।

কর্মরত এক পুলিশ জানান, ট্রাকটিতে অতিরিক্ত মালামাল বোঝাই করার কারণে উল্টে যায়। অতিরিক্ত মালামাল বোঝাই করা একটা অপরাধ। এসবের জন্য যথাযথ শাস্তি প্রদান করা হলে অবশ্যই এমন দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
নিউজটি করার সময় পর্যন্ত ঘটনাস্থল থেকে ট্রাকের ড্রাইভারকে পাওয়া যায় নি।