হাইমচরের ঈশানবালা এমজে এস উ’বি’র বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন

হাইমচর প্রতিনিধি :

চাঁদপুর হাইমচর উপজেলার ঈশানবালা মালেরহাট যুব সংঘ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ রবিবার উৎসব মুখর পরিবেশে ঈশানবালা মালেরহাট যুব সংঘ উচ্চ বিদ্যালয় মাঠে এ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যনিজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানাফ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া।

এসময় তিনি বলেন, পড়া লেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। এমন ভাবে শিক্ষা অর্জন করতে হবে, যে শিক্ষায় দেশ ও দেশের মানুষ তোমাদের দ্বারা উপকৃত হয়। মনে রাখবে শুধু পড়া লেখা করে সার্টিফিকেট অর্জন করলেই হবে না। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখর উদ্দিন আলী আহাম্মদ,উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, সাবেক জেলা পরিষদের সদস্য এস এম আল মামুন সুমন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম কবির শেখ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সরকার, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনি, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুল্লাহ মানিক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মহসিন পাটোয়ারী, ছাত্রলীগ নেতা আবু তালেব বাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।