জিএম মুছার গীতি কবিতা : পাখি সব করে রব

তাং ২৯/০৩/২০২৩ 

পাখি সব করে রব- কি মধুর তানে
শন্ শন্ বায়ুবহে -নদী উজানে।।

কি কারণে করলেন সৃজন-আপন খেয়ালে
সৃষ্টি সুধার এমন স্বাদ-কে তাহা জানে
তোমার নামে এত মধু-জানতাম যদি আগে
এ জীবন বিলিয়ে দিতাম-তোমারি শানে।। ঐ

সৃষ্টিতে তোমার এত রহস্য-বুঝতাম যদি আগে
তোমার প্রেমে হতাম পাগল-সকাল বিকাল সাঝে
ও নামেতে এত মধু জানতাম নাতো আগে
চেয়ে চেয়ে দেখি শুধু তোমার সৃষ্টিখানি
দুচোখ মেলে চেয়ে থাকি তোমার সৃষ্টির পানে।।ঐ

কার লাগিয়া এত কিছু-করলেন অন্তর্যামী
ফুলে ফলে ভরে দিলেন এই পৃথিবী খানি
ঐ নামে সুধা আছে তৃষ্ণা- মেটে জানি
দুহাত তুলে দোয়া চাই-অশ্রু ঝরা করুন চোখে – তোমার পানে।।ঐ

(সমাপ্ত)