দুই যুগের ভুলে থাকা

অশোক কুমার রায় :

তুমি চোখ বন্দ করো, করেছ?
কি দেখতে পাও
দেখতে কি পাওনা আমার মুখ
তোমার হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা আমি
তুমি জোর করে চাপা দিয়ে রেখেছ বহুদিন ধরে
যদি বন্দ চোখে আমায় সত্যি দেখ
তবে, সত্যিই তুমি আমায় এখনও ভালোবাস!

আমি চোখ বন্দ করলে
আমার চোখের সামনে চলে আস তুমি
ভেসে আসে দুই যুগের বেশি সময়ের স্মৃতি
কোন এক মাঙ্গলিক মুহূর্তে
তুমি হঠাৎ পথ চলতে হোঁচট খেয়ে
ধরে ছিলে আমার হাত
চোখে রেখেছিল তোমার চোখ

কি যে লজ্জা নিয়ে পালালে তুমি
কিন্তু আমার হাতে রেখে গেলে
পরম যতেœ তোমার হৃদয়খানি
কিন্তু দুই যুগ ধরে আমি এটাকে ভুলতে চেয়েছি

ভুলতে চেয়েছি, সেই অশুভ মুহূর্ত
তোমার কাল বৈশাখী ঝড়ের মতো চলে যাওয়া
হৃদয়হীনের মতো চলে গেলে তুমি
রেখে গেলে অজস্র স্মৃতি
যে স্মৃতিগুলো আমায় কাঁদিয়ে বেড়ায়
দুই যুগ ধরে যা বয়ে যাচ্ছি আমি

তোমাকে ঘৃণার ব্রত নিয়ে
কতবার তোমায় ভোলার প্রতিজ্ঞা করেছি
আমি তা পারিনি
চোখ বুঝলেই তুমি আস, আসই

সত্যি এবার তুমি এলে আবার দুই যুগ পরে
এক পশলা শুভ্রতা নিয়ে
আকাশে আজ শশীর জোসনা ছড়াছড়ি
বহিছে উতাল হাওয়া হৃদয়ে আমার
এবার সত্যি করে বলো
তুমি আমায় দেখ, আমায় মনে করো
এটা যদি সত্যি হয়
তবে, তুমি কিন্তু এখনও আমায় ভালোবাস!