গীতি কবিতা

জি এম মুছা :

ঝির ঝিরে বাতাসে
হালকা হালকা আমেজে
মনটা আমার যায় ভেসে যায়
দিন কেটে যায় আশায় আশায়।

প্রঁজাপতি উড়ে যায়
চারি দিকে রঙ ছড়ায়
হৃদয় ছোঁয়া কোন পরশে
ফুলে ফুলে আবীর রাঙায়।

ফুলের কলি পাঁপড়ি মেলে
মনের মাঝে দোলা দিয়ে যায়
গুন গুনিয়ে গান গেয়ে সে
মিষ্টি-মধুর পরশ বুলায়।

ফুল কলিদের ঘুম ভেঙে যায়
নীল ভোমরার আলিঙ্গনে
ফুলে ফুলে নেচে গেয়ে
কোন সু-দূরে হারিয়ে যায়।