জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার :

জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন ও বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২২৬তম সাহিত্য সভা উপলক্ষে শুক্রবার (২ জুন) সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আহমদ রাজু।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ড. শাহনাজ পারভীন, কবি অ্যাড. জিএম মুছা, কবি ও গবেষক মনিরুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, কবি ও বীর মুক্তিযোদ্ধা ডা. আহাদ আলী, গবেষক আবুল কালাম আজাদ।

সহসভাপতি নূরজাহান আরা নীতি ও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজলের পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, রাজপথিক, কাজী নূর, সঞ্জয় নন্দী, আহমেদ মাহাবুব ফারুক, শাহরিয়ার সোহেল, এম এ কাসেম অমিয়, অ্যাড.মাহমুদা খানম, ফারহাদ বিশ^াস, মো. মোবারক, সৈয়দ ইমদাদুল হক, মো, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম মিঠু, ভদ্রাবতী বিশ^াস, শ্রীহাজারী লাল বিশ^াস, মনিরুল ইসলাম প্রমুখ।