কুমিল্লায় ১৫টি চোরাই যানসহ ১২ চোর গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১২ অক্টোবর ২০২৩
কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৭টি চোরাই সিএনজি, ৬টি চোরাই অটোরিক্সা ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, অজ্ঞাতনামা সিএনজি চোর চক্র যাত্রী বেশে চৌদ্দগ্রাম কাশিপুর থেকে কুমিল্লা নগরীতে যাওয়ার কথা বলে উঠেন। পথিমধ্যে চালককে দোকানে পাঠিয়ে সিএনজি নিয়ে পালিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় থানায় মামলা হয়। পরে ডিবি পুলিশ চোর চক্র সনাক্তকরণ ও চোরাই সিএনজি উদ্ধারে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে চোরাই ১৬টি যানসহ ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া।