সাংসারিক হিসাব : শ্রী অশোক কুমার রায়

হাতের তালুতে তেল ঢেলে
মাথার তালুতে আলতো করে মেখে
দাঁতের উপর দাঁত রেখে রেগে মেগে
সংসারের পাওয়া না পাওয়ার হিসাব
কষতে কষতে চলে যাও কলতলা তুমি
স্বান করার প্রস্তুতি নাও ঠিকই
তোমার সংসারের হিসাব সংক্রান্ত
কোন খবর আমার ভাবনায় তখনও আসেনা

তখন আমার নাকে আসে
সদ্য নারকেলের ভাঙ্গানো নতুন তেলের ঘ্রাণ
চোখ মেলে দেখি
হাতির দাঁতের চিরুনি দিয়ে
সমান তালে আঁচড়িয়ে চলছো
তোমার মুগ্ধ করানো ঢেউ খেলানো চুল
কত নির্ভরতায় কত বিশ্বস্ততায় হাতের মুঠিতে
লাল ফিতা দিয়ে শক্ত করে বেঁধে ফেললে চুল
দাম্পত্য জীবনের পাওয়া না পাওয়ার হিসাবের মধ্যে
এ দৃশ্য যেন ভালো লাগা ভালোবাসার এক অপার বিষ্ময়
সামান্য এতো টুকু ব্যাপার
আমার কাছে পরম সুখের এক অংশও বটে!

স্নান সেরে সদ্য সরলতার সবটুকু সৌন্দয্য ঢেলে
লাল সিঁদুরে সিঁথি রাঙালে
লাল পেড়ে সাদা শাড়িতে
পূজোর বেদীতে দেবী দেবী লাগে তোমায়
পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসাবে
তোমাকে আবিস্কার করি
মনে হয় এতো পাওয়া না পাওয়ার মধ্যে
তোমাকে পাওয়াও একটা বড় সার্থকতা।।