সংযুক্ত আরব আমিরাতে লেবার ভিসা ট্রান্সফারের ঘোষণা

মোঃ হৃদয় হোসেন :

সংযুক্ত আর আমিরাতে বানিজ্যিক শহর, আবুধাবি, দুবাই শারজাহ সহ সবখানেই চালু হলো লেবার ভিসা, তবে দেশটির দুবাই ছাড়া অনান্য প্রদেশ আবুধাবি, শারজাহ সহ দেশটিতে ভিসা ইস্যু হতে কিছুটা সমস্যা হচ্ছে।

বিভিন্ন ভিসা সেন্টার ও বাংলাদেশী এজেন্সি   গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করছেন। তবে বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে গৃহকর্মী, চালক, বা খাদেম ভিসার প্রক্রিয়া বন্ধ আছে।

এদিকে দুবাই বাংলাদেশ কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সাংবাদিকদের বলেন, সরকারি ভাবে আমাদের এই বিষয়ে এখনো অবগত করা হয়ই নি, কিন্তু নতুন ভিসা তারা দিচ্ছে জীবিকার তাগিদে কর্মীরা আসছে, তবে বিষয়টি এই নয় যে বাংলাদেশের ভিসা খুলে দিয়েছে।

তবে বাংলাদেশী কর্মীরা সহজে দুবাই লেবার ভিসা ইস্যু করতে পারছে, এদিকে আবুধাবি শারজাহ আযমান সহ সিটিতে লেবার ভিসা খুব অল্প পরিমাণ ইস্যু হচ্ছে।

এদিকে আগামী জানুয়ারী  মাসের প্রথম সপ্তাহে সকল প্রদেশের, বিদেশি শ্রমিকদের  ভিসা ট্রান্সফার করা যাবে বলে আরব আমিরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।