স্মৃতিতে রাখি সব কিছু ধরে

জিএম মুছা :

বিদায়ের আজ এই ক্ষণে,
কেনো যে বেশি বেশি তোমাকেই শুধু মনে পড়ে,অতীত তোমাকে যে ভুলিতে পারিনা বিদায়ের এই ক্ষনে,
বারবার কেনো শুধু যে অতীত তোমাকেই মনে পড়ে,
কি পেলাম কি হারালাম সবকিছু তাই স্মৃতিতে রাখি সবকিছু ধরে।
ছিলো যতো সব দুঃখ জরা খারা সবকিছু তাই আজ পিছনে ফেলে,
পুরাতন কে দিয়ে বিদায় নতুন করে কার আগমনে সবকিছু ফেলে,
নতুন তাই ঘন ঘন হাতছানি দেয় বুঝি ওই, জীবনের সব হিসাব কিতাব শেষে কে কি যে তোমারা পেলে।
পুরাতন কে দিয়ে বিদায় আছো যে দু’হাত বাড়িয়ে কার আগমনে,
মনের যতো কালিমা ধুয়ে মুছে করে দিয়ে সাফ, স্মৃতিকে আপন করে হৃদয়ে ধারণ করে তাই যেনো লালন করি সব সময় সকলে মনে মনে।
অতীতের যতো দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সব কিছু যাবে ঘুচে,
নতুন দিনে নতুন করে এসো হাতে হাত রেখে, কাঁধে কাঁধে রেখে, বুকে বুক মিলিয়ে, নতুন দিনে নতুন করে শপথ নিয়ে কাজ করে যাই‌ আপন মনে সযতনেয, দেশকে ভালোবেসে মনের সকল কালিমা সব কিছু মুছে।