পঞ্চগড়ের বোদায় ৫৮ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মোঃ আরাফাত হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। সোমবার (৮ জানুয়ারি) দুপুর দুইটায় বোদা বাসস্ট্যান্ডে নেশা জাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মোঃ আরাফাত হোসেন বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকার মৃত আকবর আলীর ছেলে।

পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম ও সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ সার্কেল রুনা লায়লা দিকনির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হকের নির্দেশে বোদা থানার এসআই মোঃ আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বোদা বাসস্ট্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা কালে ৫৮ পিচ নেশা জাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসায় করে আসছিল।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক নেশা জাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে বোদা থানার মামলা নং-৭, তাং-০৮/০১/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৯(ক) রুজু করা হয়। আসামি আরাফাতের বিরুদ্ধে আরো একাধিক মাদকের মামলা বিচারাধীন আছে। আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হবে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।