পঞ্চগড়ের আটোয়ারীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) দুপুরে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে ও উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় উপজেলার রাধানগর ইউনিয়নে ঘোড়াডাঙ্গা এলাকায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ সোহাগ রানা এইসব ক্ষুরা রোগের চিকিৎসা প্রদান করেন।

আরডিআরএস বাংলাদেশ রংপুর অঞ্চলের ডিভিশনাল ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান আটোয়ারী এলাকার মহিলা দল পরিদর্শনে এসে সকলের সাথে মতবিনিময় কালে জানতে পারে অত্র এলাকায় প্রায় গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়েছে। পরে তিনি সদস্যদের কথার উপর গুরুত্বদিয়ে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করার নির্দেশ প্রদান করেন আরডিআরএস বাংলাদেশ আটোয়ারী উপজেলা অফিসকে।

পরে এসএমএপি সদস্য ও নন এসএমএপি সদস্যদের গরুর ক্ষুরা রোগের চিকিৎসা ও ঔষধ প্রদান করেন আরডিআরএস বাংলাদেশ।