ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে অবৈধ ড্রেজিং এ জরিমানা

ফরিদগঞ্জ  প্রতিনিধি : :
চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে অবৈধ ড্রেজিং করে বালি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমান আদালত এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।

এসময় ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। বুধবার (২৪ এপ্রিল) উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এই রায় প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

সম্প্রতি অবৈধভাবে ড্রেজিং এ চরগুদাড়ায় বেড়ি বাধের বিশাল অংশের দেয়াল ধসে পড়েছে। তাছাড়া পুলিশকে ম্যানেজ করে ড্রেজিং করার কথা স্বীকার করেছে ড্রেজার পরিচালনাকারী ও চরগুদাড়ার চর কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম পাটওয়ারী।

গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের জন্য নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছিলো ঠিকাদার ফিরোজ আলম। সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভুমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেজারটি জব্দ করাসহ এক লাখ টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান বলেন, নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ করা ১ লক্ষ টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশিত : বৃহস্পতিবার,  ২৫  এপ্রিল ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন