চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর
শত বছরের প্রাচীন চাঁদপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ১২৬ কোটি ৭৯ লাখ ১৬ হাজার ৮২১টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

সোমবার (১৪জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক (উপসচিব) মো. গোলাম জাকারিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,আ‌মি ম‌নে ক‌রি সক‌লে পৌরসভা‌কে টেক্স দেন। কিন্তু যে দেন না তি‌নিও অ‌নেক সময় ব‌লে ব‌সেন আমা‌দের ট্রেক্স এর টাকায় আপনা‌দের বেতন ভাতা হয়। আজ‌কে চাঁদপুর পৌরসভা স্বল্প সময়ে এক‌টি সুন্দর যুগ উপযোগী বা‌জেট পেশ ক‌রে‌ছে। না‌গরিক সেবা নি‌শ্চি‌তে আ‌মি ম‌নে ক‌রি সকল নাগ‌রি‌কের টেক্স দেওয়াটা বাধ‌্যতামূলক হওয়া উ‌চিত, তা না হ‌লে নাগ‌রিক সেবা ব‌্যহত হ‌তে পা‌রে।

ডি‌সি আরও ব‌লেন, চাঁদপুর পৌরসভার অর্থায়‌নে অ‌নেকগু‌লো শিক্ষাপ্রতিষ্ঠান প‌রিচালনা ক‌রে থা‌কে তা‌তে অ‌নেক ব‌্যয় হয়। আ‌মি ম‌নে ক‌রি এ প্রতিষ্ঠানগুলো বন্ধ ক‌রে দেওয়া উ‌চিত, তা‌তে ক‌রে পৌরসঅর অ‌নেক ব‌্যায় স‌ং‌কোচন হ‌বে। কারন শহ‌রের অ‌নেক সরকা‌রি শিক্ষা প্রতিষ্ঠান র‌য়েছে সেখা‌নে ছাত্র ছাত্রীরা ভ‌র্তি হ‌তে পার‌বে। এছাড়াও দাতব‌্য প্রতিষ্ঠান রয়ে‌ছে তা‌তে ম‌নে হয় তেমন কোন কাজে আসে না। এ সকল বিষ‌য়ে পৌরসভা‌কে দৃ‌র্ষ্টি দেওয়া দরকার। পৌরসভার পা‌নির বিল বাড়া‌নো হ‌য়েছে কারন পা‌নি প‌রি‌শোধ‌নে অ‌নেক বিদ‌্যুৎ বিল প‌রি‌শোধ কর‌তে হয়। তারপরও পৌরসভা পা‌নি সরবরা‌হে ভর্তুকি দি‌চ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদর রহমান, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) আবুল কালাম ভূইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, জেলা গনঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল সহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা।

উন্মুক্ত আলোচনা ও প্রশ্নউত্তর পর্বে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সোহেল রুশদী, যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল রুবেল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, এ এইচ এম আহসান উল্লাহ, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, প্রথম আলো চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাবেক কাউন্সিলর মাইনুল ইসলাম পাটোয়ারী, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, সাংবাদিক কবির মিজি।

ধারাবাহিক নিয়ম অনুযায়ী বাজেটকে দু’ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে রাজস্ব বাজেট যা পৌরসভার নিজস্ব আয়ের উপর নির্ধারণ করা হয়েছে। আর অপরটি হচ্ছে উন্নয়ন বাজেট যা সরকারি সহায়তাসহ বিভিন্ন দাতা সংস্থা থেকে সহায়তার উপর নির্ধারণ করা হয়েছে। বাজেট উপলক্ষে চার রংয়ের একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে। সেখানে বাজেটের উপাদানসহ বিস্তারিত বাজেট তুলে ধরা হয়েছে।

রোব বার, ১৩ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy