চাঁদপুরে আলোচিত রুপালী হত্যা মামলার রহস্য উদঘাটন, স্বামী গ্রেফতার

সাইদ হোসেন অপু চৌধুরী :
চাঁদপুরের মতলব দক্ষিণে আলোচিত ফাতেমা বেগম রুপালী হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল আসামী স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফ্রিং করে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

পুলিশ সুপার জানায়, ভিকটিম ফাতেমা বেগম রূপালীর সাথে আসামী মোঃ জামাল গাজীর ১১ মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এ পরিচয় হয় এবং আসামী নিজেকে চাঁদপুর কোর্টের পি.পি সহকারী হিসেবে নিয়োজিত আছে পরিচয় দেয়। প্রকৃত পক্ষে আসামী একজন গার্মেন্টস কর্মী। টিকটকে পরিচয়ের সূত্র ধরে ভিকটিম ফাতেমা বেগম রূপালী ও আসামী জামাল হোসেন কক্সবাজার এবং সিলেট এলাকায় মনোরঞ্জনের জন্য ভ্রমন করেছে।

২০২৪ সালের আগস্ট মাসে ৩ লক্ষ টাকা কাবিনে আসামী ও ভিকটিম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ইতিপূর্বে আসামী জামাল গাজী আরো দুইটি বিবাহ করেছে, এটি তার তৃতীয় বিয়ে। ভিকটিম ফাতেমা বেগম রূপালীর ইতিপূর্বে চারটি বিয়ে হয়েছে, এটি তার পঞ্চম বিয়ে।

বিয়ের পর আসামি ভিকটিমের বাড়িতে ঘর সংসার করে। বিবাহের কিছুদিন পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন কারণে ও টাকা পয়সা নিয়ে উভয়ের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। পাশাপাশি দুইজনের বহুবিবাহের তথ্য উম্মোচন হওয়ায় তাদের মধ্যে বাক-বিতন্ডা সৃষ্টি হয়।

পুলিশ সুপার আরো জানান, গত ১১ জুলাই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৬নং উপাদী ইউনিয়নের ঘোড়াধারি গ্রামের গৃহবধূ ফাতেমা বেগম রুপালীকে পরিকল্পিতভাবে ঘুমের মধ্যে দা দিয়ে কুপিয়ে মরদেহ সেফটি ট্যাংকিতে ফেলে পালিয়ে যায়।

পরে তথ্য প্রযুক্তি ও সোর্স ব্যবহার করে টানা ১৩ দিন প্রথমে নারায়নগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর টুয়াখালী, ঝিনাইদহ জেলায় অনুসরণ করে একাধিক গ্রেফতার অভিযান পরিচালনা করে সর্বশেষ কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বৃত্তিপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত ১১ জুলাই নিহতের ছেলে টিপু পাটোয়ারী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) জীবন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ হত্যাকান্ডের তদন্তকারী কর্মকর্তাকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

সোমবার, ২১ জুলাই ২০২৫৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

সোমবার, ২১ জুলাই ২০২৫৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy