

রাজু বিশ্বাস দুর্জয়, অতিথি প্রতিবেদক :
চাকসু নির্বাচনে বিজয়ী সমাজসেবা,পরিবেশ এবং মানবাধিকার সম্পাদক দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদ (চাকসু)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী পুর্নিমা রাধে শপথ গ্রহণ অনুষ্ঠানে বলেন আমি কোন ধর্মীয় প্রতিনিধি নই,কোনো ধর্ম বিরোধীও নই। কোনোপ্রকার ধর্মীয় গ্রুপের পদেও আমি নেই। আমাকে ধর্মীয় অনুষ্ঠান কিংবা অন্য অনুষ্ঠানে নিমন্ত্রণ করলে অতিথি হিসেবে যাই, তার মানে এই নয় যে, আমি তাদের দলের। সেই অনুষ্ঠান ইসলাম,হিন্দু,বৌদ্ধ কিংবা যেকোনো ধর্মের যেকোনো দলের যেকোনো বিষয়ে হতে পারে।

নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম, কোন প্রকার দলীয় রাজনীতির সাথে আমি এখনো যুক্ত নই। তাই কোনো দলীয় ট্যাগ আমাকে দিবেন না।
সমাজসেবা,এবং মানবাধিকারের পক্ষে সর্বদা সোচ্চার থাকবো। আপনি যতই ক্ষমতাধর হোন না কেন, অন্যায় করলে অবশ্যই প্রতিবাদ করবো।
হে সমালোচকবৃন্দ, আমার সাথে কারো কোন ঝামেলা নেই, হলে খবর নিয়ে দেখুন, কোথাও কোন বিন্দুমাত্র দোষ পাবেন না। হিংসা, মিথ্যা অহংকার, লোভ, উগ্রতা,পিনবাজি, দ্বিচারিতা ভাব, পরচর্চা আমার চরিত্রে কখনোই ছিলোনা, না তো থাকবে।
আমার শুভাকাঙ্ক্ষী এবং যাঁরা সংবর্ধনায় সংবর্ধিত করতেছে, আমার বিশ্বাস তাঁরা জয়ী না হলেও আমার পাশে থাকতো। তাই আমি কিভাবে জয়ী হলাম, জয়ী হওয়ায় আপনার কোন স্বার্থে আঘাত লেগেছে, পরাজয় হলে আপনার কি উপকার হতো, সেসব গবেষণা করে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়ে বৃথা সময় নষ্ট করবেন না।
আমি ৪ বছরে দিনের ঘুম কি জিনিস জানিনা,সর্বদা নিজের স্কিল নির্মানে তৎপর ছিলাম, এখন আরও বেশি থাকবো।
তাই কে কি করতেছে, কি বলতেছে এসব শোনার কিংবা দেখার সময় আমার নেই। আমি নিজের কাজে মনোযোগী, অন্যদিকে আপনি আমাকে নিয়ে গবেষণা করে সময় নষ্ট করলে, দিনশেষে সেখানেও আমি জয়ী থাকবো।
আমার উপর অর্পিত দায়িত্ব সততা,নিষ্ঠা ও একাগ্রতার সাথে পালন করবো।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ও হল ছাত্র সংসদের গঠনতন্ত্রের প্রতি অবিচল আস্থা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, সুনাম ও মর্যাদা রক্ষা ও বৃদ্ধিকল্পে একক ও সম্মিলিতভাবে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবো।
ধর্ম, বর্ণ, শ্রেণী, ভাষা ও গোত্র নির্বিশেষে হল ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের প্রতি সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ করবো।
আমি কোন প্রকার পক্ষপাত, অনৈতিকতা,গোষ্ঠী বা ব্যক্তিস্বার্থের পক্ষ অবলম্বন করবোনা।
মহান সৃষ্টিকর্তা আমাকে এ শপথ রক্ষা ও যথাযথভাবে অর্পিত দায়িত্ব পালনের শক্তি দিন।
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫











