

জহিরুল ইসলাম জয় :
হাজীগঞ্জের ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডে গণংসযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ১নং ওয়ার্ড জয়শরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় তার মনের বাসনা প্রকাশ করে বলেন, আল্লাহ যদি আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে কবুল করে তাহলে আমি এ দক্ষিণ অঞ্চল থেকে উন্নয়নমূলক কাজ শুরু করবো। তাই আগামি সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন এবং প্রিয় নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক হয়ে আপনার পাশে থাকবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনায় আগামীর নতুন বাংলাদেশ পরিচালিত হবে।
আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হব। বাংলার জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মের ভোট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ধানের শীষের পক্ষেই হোক। বিগত ১৭ বছর মানুষের বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী আওয়ামী প্রেসিস্ট সরকার। হাজার হাজার মামলা দিয়ে সারাদেশে বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেল হাজতে পাঠানো হয়েছে।
নেতা কর্মীদের শারীরিক মানসিক নির্যাতন এবং গুম খুনের রাজত্ব কায়েম করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের বন্ধু, আগামী দিনে আমরা আপনাদের সাথে নিয়ে সরকার পরিচালিত করতে চাই। প্রধান অতিথির উপস্থিত শত শত নেতাকর্মীর সম্মুখে আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক চলবে না। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অপরাধীর সাথে জড়িত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।আপনাদের খেদমত করার সুযোগ হলে আমার নির্বাচনী এলাকার সর্বশেষ দক্ষিণ প্রান্ত হল জয়শরা ও নিচিন্তপুর গ্রাম,এখানে শতকরা ৯৮% মানুষ বিএনপিকে মনে প্রানে ভালোবাসে। অবকাঠামো উন্নয়ন ও সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ।
গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির গণংসযোগ প্রথম পথসভা ১নং ওয়ার্ড জয়শরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় বিএনপি নেতা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাহিত্য বিষয় সম্পাদক, গন্ধ্যর্বপুর ইউনিয়ন যুবদল সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক প্রচার সম্পাদক মো. মাহতাব চৌধুরী শরীফ।
উক্ত গণংসযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা দলের সভাপতি মাও. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বাবুল।
এসময় স্থানীয় ভাবে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাসুদ ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, গন্ধর্ব্যপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: সেলিম মিয়া দুলাল, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কারানির্যাতীত নেতা কাজী জসীম উদ্দীন, উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক আবু বকর সুমন, উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো: শহীদুল ইসলাম সাহিদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও ১০ নং ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আমিন খান মিন্টু, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মো: সোহাগ মিয়া ও সাধারন সম্পাদক মো: শেখ ফরিদ সুমন, সাবেক ইউনিয়ন ছাত্রনেতা ও সমাজসেবক মো. রাসেল আটিয়া, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. মহসিন উদ্দিন স্বাধীন ও সাধারণ সম্পাদক মো: আল হাছান বাবু।
অনুষ্ঠান সফল করার লক্ষে সার্বিক সহযোগিতা করেন সৌদি আরব রিয়াদ প্রবাসী বিএনপির সভাপতি ও ১০ নং ইউনিয়ন বিএনপি ১ নাম্বার সহ সভাপতি মো. কামাল খান পাঠান। উক্ত পথ সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো.রহমতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো: কামাল পাটওয়ারী, ১ নং ওয়াড যুবদলের সভাপতি মো.ফারুক ভূঁইয়া, ১০ নং ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো: মামুন তালুকদার, ০১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখওয়াত পাঠান, কুমিল্লা ভিক্টরিয়া কলেজের মেধাবী ছাএনেতা মো: মতিউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অত্য ওয়ার্ডের বিএনপির দলীয় নারী সদস্য ও অসংখ্য ব্যক্তিবর্গ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ দলীয় সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫











