‘বিএনপি সরকার স্থানীয় রাস্তাঘাটের এতো উন্নয়ন করতে পারেনি যা আওয়ামী লীগ সরকার করেছে’

 

স্টাফ করেসপন্ডেন্ট :
‘বিএনপি সরকার স্থানীয় রাস্তাঘাটের এতো উন্নয়ন করতে পারেনি যা আওয়ামী লীগ সরকার করেছে- বলে মন্তব্য করেছেন মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) এমপি।

তিনি আজ ১৫ ফেব্রæয়ারি (শনিবার) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার প্যারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্যারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে সারাদেশের গ্রামীণ রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, বিদ্যুৎসহ সবকিছুরই উন্নয়ন হয়। আর বিগত বিএনপি সরকার এসব উন্নয়ন থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করে রেখেছিল। এই এলাকার উন্নয়নের জন্যে আমি আপ্রাণ চেষ্টা করছি। আপনারা আগামীতে আরো সুফল পাবেন।

সভায় বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন ও ৪নং কালচো ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহŸায়ক শ্যামল চন্দ্র শীলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ওসি রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটা. এসএম মানিক।

উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুবুল আলম লিপন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান রোটা. আহসান হাবীব অরুন, হাজীগঞ্জ থানার ওসি শাহ আলম, ৪নং কালচোঁ ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাদী, মানিক প্রধানীয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম মিয়া, অধ্যাপক স্বপন কুমার পাল, উপজেলা যুবলীগের আহŸায়ক মাসুদ ইকবাল, পৌর যুবলীগের সিনিয়র আহŸায়ক মাসুদ ইকবাল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহŸায়ক তাজুল ইসলাম, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী, ছাত্রলীগ নেতা হান্নান গাজীসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ, শনিবার :

সময় ডেস্ক: এমআরআর