শান্তিপূর্ণভাবে শেষ হলো ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলার উপজেলা পরিষদ নির্বাচন

ফরিদপুর প্রতিনিধি :

১ম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলার নির্বাচন। উপজেলা ঘুরে ভোটার উপস্থিতি তুলনামূলক কম হলেও মানুষের ভিতরে উৎসাহ উদ্দীপনা খুব বেশি ছিলো তা পরিলক্ষিত হয়।প্রশাসনের কঠোর অবস্থানের কারনে কোথাও কোনো বিশৃঙ্খলার কোনো ঘটনা ঘটেনি।

ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে সামসুল আলম (আনারস)৩১৯৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান(টেলিফোন) পেয়েছেন ৩০০০৯ভোট।এছাড়া বেলায়েত হোসেন (মোটরসাইকেল) ২২৫৩৯ভোট,রউফ উন নবী (হেলিকপ্টার) ১৪৯৮৪ভোট,নাজমুল ইসলাম (কাপ পিরিচ) ৮৪২ভোট,গোলাম রব্বানী (দোয়াত কলম)৪০৬৩ভোট পেয়েছেন।

এছাড়া চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে মোঃ আনোয়ার আলী মোল্যা(আনারস) ১৬০২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ নিজামউদ্দিন আহমেদ পেয়েছেন (টেলিফোন)১০৪৫৪ ভোট।এছাড়া মোতালেব হোসেন মোল্যা(দোয়াত কলম)১০৩৫ ভোট, মোঃ খবির উদ্দিন শেখ(মোটরসাইকেল) ৯৮০ভোট,মোঃ ফারুক হোসেন মৃধা(হেলিকপ্টার) ৩৮৬ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান হিসেবে কাওছার হোসেন(টিউবওয়েল) ৯৭৭০ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন (টিয়া)৯৭১০ভোট পেয়েছেন। এছাড়া জান-এ- আলম(চশমা) ৫৭৩২ভোট,মোন্নাফ মোল্যা(তালা) ২৪১৬ভোট,মোঃ সামসুদ্দিন মোল্যা (মাইক)৯৬৩ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যানে তানজিনা আক্তার(প্রজাপতি) ১০৯৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমা বেগম(কলস)৮১০৩ ভোট পেয়েছেন। এছাড়া রওশন আরা পারভীন(ফুটবল) ৬৪৫৮ভোট,হামেদা বেগম(বৈদ্যতিক পাখা)৩১৯৮পেয়েছেন।

প্রকাশিত :  বুধবার,  ০৮  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন