সকালেই সড়কে ঝরে গেল আট প্রাণ

দিপু আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশের সড়ক ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। শুক্রবার (৬ মার্চ) সকালে ঝরে গেল ৮টি জীবন। হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৮ জন। হবিগঞ্জে গাছের সাথে মাইক্রোবাসের ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় আহত আরো কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন গুরুতর অবস্থায়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

ঢাকা সিলেট হাইওয়ে রাস্তায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার কান্দিগাও নামক স্থানে আজ শুক্রবার সকাল ৮ টার দিকে ঢাকা থেকে সিলেট গামী একটি মাইক্রোবাস গাছের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হাড়িয়ে নারী সহ ৮ জন নিহতের খবর পাওয়া গেছে, তারা সবাই নারায়নগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

http://picasion.com/ ৮ জন নিহতের খবর নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিজুর রজমান। তিনি জানান ঢাকা মেট্রো চ- ১৯-৫৪৬২ ঢাকার নারায়নগঞ্জ থাকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে, তারা সবাই মাজার জিয়ারত এর উদ্দেশ্যে সিলেটে যাচ্ছিলেন এমতাবস্থায় চালক নিয়ন্ত্রন হারায় ফলে এই দূর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে,শায়েস্তাগঞ্জ হাইওয়ে,নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বর্তমানে উদ্ধার কাজ শেষ। তারা নারায়নগঞ্জের বাসিন্দা হলেও তাদের কারো পরিচয় জানা যায় নি।