চাঁদপুরে জাটকা রক্ষা অভিযানের সময় ইউএনও অবরুদ্ধ : আহত ৫

সাহেদ হোসেন দিপু:

হাইমচরে জাটকা রক্ষা অভিযানের সময় ইউএনও অবরুদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরএলার্টম্যান এলাকায়।

জেলেদের হামলায় হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির আইসি আব্দুল জলিলসহ ৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহযোগীতায় ইউএনওসহ সকলকে উদ্ধার করা হয়।

http://picasion.com/
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাজায়, শনিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চরএলার্টম্যান এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের নেতৃত্বে নীলকমল নৌপুলিশ ফাড়ির আইসি আব্দুল জলিল, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদিপ ভট্টাচার্জসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৩০/৪০মন ইলিশ মাছ জব্দ করা হয়। ঐ সময় অসাধু মাছ ব্যবসায়ীরা জেলে পাড়ার লোকজন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের উপর হামলা চালিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে।

তার ব্যবহৃত ২টি মোবাইল তারা নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার সংবাদ পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে মোবাইলসহ নির্বাহী অফিসারকে উদ্ধার করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্জ জানান, চরএলার্টম্যান এলাকায় অসাধু মাছ ব্যবসায়ীরা মাছ পাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। অসাধু ব্যসায়ী ও জেলেরা আমাদের উপর হামলা চালায়। নির্বাহী অফিসারকে তারা অবরুদ্ধ করে রাখে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় ২০/৩০ মিনিট পর নির্বাহী অফিসারকে উদ্ধার করতে স্বক্ষম হই। এ ঘটনায় আমরা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।