শুধু নারী দিবসে নারীকে সম্মান জানালে নারীকে সম্মানিত করা হয় না

লিখেছেন- রিনি আঞ্জুমান :

শুধু আজকের দিনেই নারীকে সম্মান জানিয়ে ফেসবুকে পোষ্ট দিলেই নারী কে সম্মানিত করা হয়ে গেলো বলে আমি মনে করি না। যে প্রায় প্রতিদিনই নারী উপর অত্যাচার চালায়, যে সুযোগ পেলেই নিজের কন্যা বা বোনের বয়সি মেয়েকে অসম্মান করতে একটু দ্বিধাবোধ করে না।

http://picasion.com/
নারী কে যে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে উৎতপ্ত করে সেও হয় তো আজ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়েছেন,
“নারী মায়ের জাত,আসুন আমরা সকল নারী কে মা ও বোনের চোখে দেখি”

কিন্তু এমন স্ট্যাটাস শুধু যোগাযোগ মাধ্যমে সকলকে দেখানোর জন্য না করে আসুন সবার অন্তরে এমন স্ট্যাটাস রোপণ করি।সবার অন্তরে তৈরি করি নারীদের জন্য সম্মান,মায়া মমতা আর দ্বিধাহীন ভালোবাসা।

যাতে আর কোন মা বোনকে কখনো কোন বাবা ভাইয়ের কাছে অত্যাচারিত বা অপমানিত হতে না হয়।

যাতে আর কোন মাকে তার ছোট্ট সোনামণিকে হারাতে না হয়।আর কোথাও কোন ভাবে কোন নারীকে যেনো কোথাও লাঞ্ছিত হতে নায়।

আসুন আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার।

“শুভ আন্তর্জাতিক নারী দিবস”

“প্রতিদিন চাই নারীর সম্মান”