রানীশংকৈলে দ্রবমূ্ল্যের ঊর্ধ্বগতি, মোবাইল কোর্টে জরিমানা

রানীশংকৈল (ঠাকুরগাঁও ) প্রতিনিধি:

রানীশংকৈলে দ্রব মূ্ল্য ঊর্ধ্বগতি ও মোবাইলকোর্টে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। জানা যায়, ২০ মার্চ শুক্রবার সকাল ১১ টায় করোনাভাইরাস আতঙ্কিত হওয়ার ঘটনায় কিছু অসাধু ব্যবসায়ী ধার্যকৃত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি করায় মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা।

gif maker এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর সারোয়ার হোসেন ও রানীশংকৈল থানা পুলিশের একটি দল । জানা গেছে, এ সময় বিভিন্ন বাজারে ধার্যকৃত মূল্যের অধিক দামে কাঁচামালের দোকানে বেশি দামেবিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় উপজেলার বন্দর হাটখোলার ৪ টি মুদি দোকানে ও কাঁচামালের দোকানে ১ হাজার টাকা করে এবং শিবদিঘী পৌরবাজারে ২টি দোকানে ১ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

প্রসঙ্গতঃ সাংবাদিক কর্তৃক খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষনিক মোবাইলকোর্টে ভোক্তাধিকার ২০০৯ এর ৪০ ও ৩৮ ধারায় এ জরিমানা করেন।