কুয়েতে ৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত

কুয়েত প্রতিনিধি কুয়েত :

কুয়েতে গত ২৪ ঘণ্টায় তিন বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই তিনজনসহ গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বমোট ২০ জন আক্রান্ত হয়েছে। যদিও এখন পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তবে দিনে দিনে লম্বা হচ্ছে আক্রান্তের তালিকা।

রোববার (২৯ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

তবে শুধু কুয়েতে নয়, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকরা এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, বিশ্বব্যাপী ক্রমেই বিধ্বংসী আকার ধারণ করছে প্রাণঘাতী করোনাভাইরাস। ক্রমেই বিশ্বব্যাপী বেড়ে চলেছে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

gif maker

বাংলাদেশের অভ্যন্তরে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত দেশে ৪৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। যদিও গত ৪৮ ঘণ্টায় আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত হয়নি বলে জানিয়েছে আইইডিসিআর।

উল্লেখ্য, বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ৬ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ৩১ হাজার ৭০০ এর বেশি মানুষ। এর মধ্যে আক্রান্তের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরে রয়েছে যথাক্রমে ইতালি, চীন, স্পেন ও জার্মানি।