করোনা চিকিৎসায় নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতাল নির্ধারণ

মো. শিপননারায়ণগঞ্জ প্রতিনিধি :
করোনা রোগীদের জন্য চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে দেয়ার প্রস্তাবনা দিয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

মেয়রের প্রস্তাবনা অনুসারেই খানপুরের ৩০০ শয্যা হাসপাতালটিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

/
এ কারণে বৃহস্পতিবার থেকে হাসপাতালটির জরুরি বিভাগ বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ভিক্টোরিয়া হাসপাতালে স্থানান্তর করে অন্যান্য বিভাগগুলোও বন্ধ করা হবে বলে বুধবার রাতে জানিয়েছেন খানপুর ৩০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয়।

তার ই পেক্ষাপটে হাসপাতালসহ তার আশেপাশে জীবাণনাশক ঔষধ ছিটিয়ে প্রস্তুত করা হচ্ছে হাসপাতালকে।

জানা যায়, যে হারে রোগী নারায়ণগঞ্জে বাড়ছে তাতে ঢাকা নিয়ে সেবা প্রদান করা অসম্ভব। তাই ৩০০ শয্যার হাসপাতালের সকল ইউনিটকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাধারণ রোগীদের সেবার জন্য ভিক্টোরিয়া হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে।