পঞ্চগড়ের বোদায় হাট-বাজারে ঘোরাফেরায় ৩৩ জনকে জরিমানা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন হাট-বাজারে ৭ জন ব্যবসায়ী ও অযথা বাজারে ঘোরাঘেরা করায় ২৬ জনকে ৮ হাজার ৮শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৮ এপ্রিল) দিনব্যাপী বোদা উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসান। সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৭ জন ব্যবসায়ী ও অযাথা বাজারে ঘোরাফেরা করার দায়ে ২৬ জনকে জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর টহল দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

/

বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসান বলেন, সরকারি আদেশ অমান্য করে হাট-বাজারে দোকান খোলা রাখা ও অকারণে বাজারের ভেতর ঘোরাফেরার জন্য তাদেরকে জারিমানা করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারী নির্দেশনা যথাযথভাবে পালন করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।