করোনাভাইরাসে ব্যবহৃত মোবাইলটি জীবাণুমুক্ত রাখুন সহজেই

হারুন অর রশিদ, মতলব উত্তর প্রতিনিধি :

আতঙ্কের নাম করোনাভাইরাস। অদ্যাবদি বিশ্ব জুড়ে মৃত মানুষের সংখ্যা প্রায় লক্ষাধিক। এখন পর্যন্ত ২০০টির উপরে দেশে ছড়িয়েছে এ মরণব্যাধি ভাইরাস। এখনও প্রতিষেধক আবিষ্কৃত হয়নি।

 ফলে সামগ্রিক পরিষ্কার পরিচ্ছন্নতা এ বিপদ থেকে দূরে রাখতে পারে আপনাকে। নিজে যেমন জীবাণুনাশক ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তেমনই আপনার ব্যবহৃত মোবাইল সেটটি পরিচ্ছন্ন রাখুন সহজেই। কারণ, মোবাইলে থাকা জীবাণু আপনার হাত ও মুখের সংস্পর্শে আসবেই। ছড়াতে পারে করোনা ভাইরাসসহ অসংখ্য জীবানু। গবেষণায় বলছে, আপনার ব্যবহৃত স্মার্টফোনটিতে বাড়ির টয়লেট সিটে থাকা জীবাণুর চেয়েও ১০ গুণ বেশি জীবাণু আছে।

gif maker

আসুন আমরা জেনে নেই কীভাবে আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি পরিষ্কার করবেন :

১. ফোনের সঙ্গে কোনও কেবল বা চার্জার লাগানো থাকলে খুলে নিন। ফোনটি বন্ধ করুন।

২. সাবানের সঙ্গে পানি মিশিয়ে নিন।

৩. কাপড়ের টুকরো সাবান জলের মিশ্রণে ভিজিয়ে নিন। এরপর কাপড় নিংড়ে পানি বের করে দিন।

৪. ভেজা কাপড় দিয়ে ফোনের ওপর, নিচ ও পাশের অংশ মসৃণভাবে মুছে নিন।

৫. মনে রাখবেন, ফোন যতই জল নিরোধক হোক না কেন সরাসরি সাবান পানিতে ডোবাবেন না ।

৬. এরপর শুকনো নরম সুতি কাপড় দিয়ে ফোনটি মুছে নিন।

৭. সিমকার্ড হোল্ডার থেকে সিম খুলে নিন। সেদিকও চাইলে পরিষ্কার করতে পারেন। তবে ভেজা কাপড় দিয়ে মুছতে হবে এমন নয়।

৮. শুকনো কাপড় দিয়ে সিমকার্ড ও সিম কার্ড ঢোকানোর ট্রেটি মুছুন।

৯. এরপর সেট করে ফোন চালু করুন।

 

হারুন অর রশিদ
কম্পিউটার শিক্ষক ও সংবাদকর্মী
জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়
এনায়েত নগর, মতলব উত্তর, চাঁদপুর।