জরুরি স্বাস্থ্যসেবা দিতে তিতাসে হটলাইন চালু

মেহেদী হাসান, তিতাস (কুমিল্লা প্রতিনিধি) :

তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের আহ্বানে সাড়া দিয়ে তিতাস উপজেলাবাসী মেনে চলছে সামাজিক লকডাউন।

হোম কোয়ারেন্টাইন থাকছে সাধারণ মানুষ। এর ফলে যাতে স্বাস্থ্যসেবা নিয়ে ভোগান্তি না পোহাতে হয়।

/

সে জন্য ব্যবস্থা নেয়া প্রয়োজন, এ রকম পরিস্থিতির কথা মাথায় রেখে তিতাস উপজেলার সাধারণ মানুষের ভোগান্তি নিরসনের লক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ হোসেন খান-এর তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারবৃন্দ মোবাইলের মাধ্যমে প্রয়োজনীয় সেবা দিয়ে যাবেন।

এ বিষয়ে তিতাস উপজেলা চেয়ারম্যান জনাব পারভেজ হোসেন সরকার বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এই সেবাটি চালু করা হয়েছে। সেবাটি নেওয়ার জন্য আপনাদের আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

 

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারেন নিচের নাম্বারগুলোতে:

শনিবার:

ডা. মাহাবুব হাসান ভূইয়া : ০১৭৭২-১৩২৫২১,

রবিবার : ডা. এফ এম ইউসুফ : ০১৮৫৫৯৬৯৮৬৩,

সোমবার : ডা. এমদাদুল হক শুভ : ০১৮৩৩৪৩৮৫২৩,

মঙ্গলবার : ডা. নাজমূল হক : ০১৭৩৭০০৪৪৩৩,

বুধবার : ডা. আবু তালহা মাহামুদ : ০১৭৮১১৪৫৩৭১,

বৃহস্পতিবার : মীর মো. তৌহিদ : ০১৭৩০৫১৭৩১৯,

শুক্রবার : ডা. সুদিপ কুমার দাস : ০১৭১৬-৫০৫০৩২,

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে সেবা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করুন : ০১৭৩০-৩২৪৮৩৭।