ত্রাণ দিয়ে ছবি তোলা নিষিদ্ধ করল রাজস্থান সরকার

 

আন্তর্জাতিক ডেস্ক :
করোনা ভাইরাসের এ মহামারিতে ত্রাণ দেয়ার সময় সব ধরনের ছবি তোলায় নিষেধাজ্ঞা আরোপ করল পার্শ্ববর্তী দেশ ভারতের রাজস্থান রাজ্যসরকার।

শুক্রবার (১০ এপ্রিলও) রাজ্যসভার সংসদ সদস্য স্বপন দাশগুপ্ত রাজস্থান সরকারের এ সিদ্ধান্তের কথা টুইট করে জানান। স্থানীয় প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সেখানকার বিরোধী দলীয় নেতারাও।


এ বিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেওলট বলেছেন, গরিব মানুষের মধ্যে খাবার এবং রেশনের জিনিসপত্র বিতরণ করাটা একটা সার্ভিস হিসেবে ধরা উচিত। এটা কোনোমতেই প্রচারের এবং প্রতিযোগিতার বিষয় হিসেবে ধরা উচিত নয়।

পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এ বিতরণের মাধ্যমে শুধু অভাবীরাই যেন সুবিধা পায়। যারা সক্ষম তারা যেন এর সুবিধা গ্রহণ না করেন।

রাজস্থান মুখ্যমন্ত্রীর বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যে খাবার ও রেশন বিলি করার সময় ফটো তোলা নিষিদ্ধ। এটাকে প্রচারের বিষয় করা উচিত নয়।