করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে পালানো যুবকের মৃত্যু

 

প্রিয় সময় ডেস্ক :

দিনাজপুরের বিরামপুরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে আসা এক যুবক (৩৫) মারা গেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় বিরামপুর উপজেলার নিজ বাড়িতে তিনি মারা যান।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে জানান, ওই যুবক করোনা উপসর্গ নিয়ে সোমবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি সেখান থেকে রাতেই পালিয়ে নিজ বাড়িতে চলে আসেন।

আজ সকালে তিনি নিজ বাড়িতে মারা যান। মৃত ব্যক্তি নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সেই সঙ্গে তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেয়া হবে।

বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, ওই যুবক পেশায় সাইকেল মিস্ত্রি ছিলেন। ১০/১২ দিন ধরে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ছিলেন তিনি। সোমবার তিনি চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান।