নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে ৫ জন করোনা রোগী নিয়ে চিকিৎসা শুরু

মোঃ শিপন, নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া শুরু হয়েছে।

করোনা রোগীদের আইসোলেশনের জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রস্তুত করা হয়েছে ৫০ শয্যা বিশিষ্ট আরো রয়েছে ভেন্টিলেশন ব্যবস্থা সম্পন্ন আইসিইউ সুবিধা।

(১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা রোগীদের সেবা দেয়ার লক্ষ্যে হাসপাতালটি প্রস্তুতের জন্য গত কয়েকদিন ধরে হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

হাসপাতালের ভর্তি থাকা রোগীদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার করোনা চিকিৎসা ৫ জন করোনা আক্রান্ত রোগী দিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা চালু করা হয়। আইসোলেশন ওয়ার্ডটি এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি বলে জানান হাসপাতাল দায়িত্বরতগণ।