গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে আহত ৪৫

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীতে পৃথক সংঘর্ষে ৪৫ জন আহত হয়েছেন। এ সময় জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিমুর বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

শুক্রবার সদর উপজেলার ছুটফা এবং কাশিযানী উপজেলার শাফলি ডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে এসব এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানাগেছে, গোপালগঞ্জ সদর উপজেলার ছুটফা গ্রামের জিন্নাত মুন্সীর পুকুর কাটা নিয়ে তারা শেখের সাথে বৃহস্পতিবার কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে আজ শুক্রবার সকালে জিন্নাত মুন্সীর লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তারা শেখের লোকজনের বাড়িতে হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

অন্যদিকে, কাশিয়ানীর শাফলিডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়। শাফলী ডাঙ্গা গ্রামে হান্নান শেখের সাথে জুয়েল খাকীর সাথে আধিপত্য নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

এ ঘটনার জের ধরে রাস্তায় চলাচলে বাঁধা দেয়া নিয়ে আজ সকালে দুপক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।