মতলব ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড ও ৫২ কেজি খেজুর জব্দ

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা ও ৫২ কেজি খেজুর জব্দ।

আসন্ন রমজানকে সামনে রেখে ও করোনা ভাইরাসকে পুঁজি করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য ও খেজুরের অতিরিক্ত মূল্যে বিক্রি করায় জনসচেতনতার লক্ষ্যে বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

২১ এপ্রিল মঙ্গলবার মতলব বাজারের খুচরা বিক্রেতাদের নিকট অধিক মূল্য খেজুর বিক্রয় করায় এবং প্যাকেটের গায়ে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকায় পাইকারদেরকে এ জরিমানা ও খেজুর জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, খেজুরের প্যাকেটে মূল্য তালিকা ও মেয়াদের স্টিকার না থাকায় এ জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের সাবধান করা হল।

তিনি আরো জনান, ক্রেতাদের পন্য ক্রয়ের সময় বিক্রেতা থেকে আবশ্যিকভাবে মেমো সংগ্রহ করার জন্য অনুরোধ করা হল। ক্যাশ মেমো ব্যতীত পন্য ক্রয় করবেন না। বাজারে পন্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে।