সুস্থতায় ফিরুক পৃথিবী : রুদ্র অয়ন

সুস্থতায় ফিরুক পৃথিবী

: রুদ্র অয়ন

কত ভালোবাসায়
ভরা এই পৃথিবী,
ঈশ্বর ও মানুষের
ক্লান্তিহীন পরিশ্রমে
গড়ে ওঠা
এই মায়াময় সুন্দর ভুবন.
আজ বড্ড বিবর্ণ – ধূসর!
সবুজ অরণ্যও আজ
বড় মলিন যেন!
ভয়াবহ করোনার ছোবলে
আতংকিত পৃথিবীর মানুষ।
নিত্য মৃত্যুর মিছিলে
ভারি হয় আকাশ বাতাস!

হে ঈশ্বর,
রক্ষা করুন এই জগৎ সংসার।
সুস্থ পৃথিবীতে প্রাণ চাঞ্চল্যে
আবারও প্রার্থনায় মুখরিত হোক
মসজিদ, মন্দির , গির্জা ।

থেমে যাক মহামারীর ঝড়
মানুষ নামের অমানুষগুলোর
মনের পশুত্বও
নিপাতিত হোক এবার।
সুস্থতায় বাঁচুক জগৎ সংসার।

 

সংক্ষিপ্ত পরিচিতি :

রুদ্র অয়ন। জন্মস্থান রাজশাহী শহর, বাংলাদেশ।
অয়ন এক সময় দেশের বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত প্রচুর লেখালেখি করতেন। স্কুল ও কলেজ জীবনে লেখালেখির ওপর অনেক পুরস্কার পেয়েছেন। ২০০৫এ জাতীয় সাহিত্য পরিষদ থেকে স্বীকৃতি স্বরূপ পুরস্কারও পেয়েছেন। দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, দৈনিক জনকণ্ঠ, দৈনিক বার্তা সহ অন্যান্য পত্র পত্রিকায় অনেক লেখা প্রকাশিত হয়েছে। বিভিন্ন সাময়িক পত্র পত্রিকা সম্পাদনা ছাড়াও শখের বশে একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে কিছুদিন সাহিত্য সম্পাদনাও করেছেন। লেখালেখি এবং সঙ্গীত সাধনা করেন। রাজশাহী থেকে গ্রাজুয়েশন শেষ করেন, পরে ঢাকা উত্তরা ইউনিভার্সিটিতে মাষ্টার্স। বর্তমানে ঢাকায় বসবাস ও একটি পাবলিক কোম্পানিতে কর্মরত।

ইমেইল :
rudrowayon@gmail.com