নেত্রকোনায় আগুনে ঘরসহ একাধিক গবাদি পশু পুড়ে নিঃস্ব

এম এইচ সামাদ, নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোনা সদর উপজেলা মদনপুর ইউনিয়ন বালিজুরি গ্রামে মঞ্জু মিয়ার বাড়িতে আনুমানিক রাত ১ টায় আগুন লাগে, একটি ঘর পুড়ে যায়।বৃহস্পতিবার (৩০) এপ্রিল দিবাগত রাত্রে । ডাক চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় বসত ঘর টুকু প্রায় অনেক চেষ্টার পর পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

কিন্তু ততক্ষণে মঞ্জু মিয়ার বাড়ির গোয়াল ঘরসহ অন্তত দুইটি গরু তিনটি ছাগল পুড়ে মারা যায়।

স্থানীয়রা জানান, সম্ভবত মশা নিধনের জন্য গোয়াল ঘরে থাকা জ্বলন্ত ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়েছে।এদিকে মঞ্জু মিয়া কান্নাজড়িত কন্ঠে বলেন আমার যেটুকু সম্বল ছিল সেটুকু শেষ হয়ে গেছে। এক তো এসেছে সারা বছরে একটা রমজান মাস ।

আর হচ্ছে করোনা প্রাদুর্ভাবের কারণে ঘরে বসে থেকে যেটুকু জমানো সহায়-সম্বল ছিল তা দিয়ে বাজার করে খাচ্ছি আর এ অবস্থা লকডাউন চলতে থাকলে রমজান মাস হয়তোবা খুব কষ্ট করে কাটাতে হবে ।

আমার মনে হয় পরিবার নিয়ে আর বাড়িতে থাকতে পারবো না কি করে থাকবো কি দিয়ে খাবো মানুষের কাছ থেকে গরুগুলো আদি এনেছিলাম এখন এগুলো পুড়ে গেছে যদি গরুর মালিকরা বলে আমাকে অর্ধেক দিতে হবে তাহলে হয়তোবা আমার বসতভিটা টুকু বিক্রি করতে হবে।

এদিকে এলাকাবাসীরা জানান মঞ্জু মিয়া খুব কষ্ট করে চলত ছেলেমেয়েদের পড়াশোনা করা তো পরের বাড়িতে কাম কাজ করে কোনরকমে চলত