চাঁদপুরে জনসমাগম ঠেকাতে পুলিশের ভিন্ন উদ্যোগ : ড্রোন দিয়ে নজরদারি

নিউজ ডেস্ক :
করোনায় জনসমাগম ঠেকাতে ও সামাজিক দূরত্ব রক্ষায় প্রায় একমাস আগে চাঁদপুরকে লকডাউন করা হলেও জনগণের সচেতনতার অভাবে তা ভেস্তে যেতে বসেছে। এমন পরিস্থিতিতে কমিউনিটি ওয়াচ টিম গঠন করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

বাজারগুলোতে গিয়ে এ টিমের সদস্যরা মুঠোফোনে ছবি ধারণ করে তা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কাছে পাঠাবেন। এ তথ্য জানার পর সেখানে যাবে পুলিশের রেসপন্স টিম। এ বিষয়টিকে সময়োপযোগী বলছেন সুশীল সমাজ।


চাঁদপুর জেলা সদরের বাবুরহাট। মানুষজন বাজারে ইচ্ছামত ঘুরে বেড়াচ্ছেন। খোলা থাকছে দোকানপাট। আশপাশের বাজারগুলোরও একই অবস্হা। এসব নিয়ন্ত্রণে হাঁপিয়ে উঠেছে প্রশাসন। এ অবস্থায় মানুষজনকে নিয়ন্ত্রণে আনতে কমিউনিটি ওয়াচ টিম গঠন করেছে পুলিশ। ওয়াচ টিমের সদস্যরা বাজারে গিয়ে খোলা রাখা দোকানপাট ও উপস্থিত মানুষের ছবি মুঠোফোনে ধারণ করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কাছে পাঠাবেন। সেটা জেনে ছুটে যাবে পুলিশের রেসপন্স টিম। শুধু তাই নয়, ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে।

ওয়াচ টিমের এক সদস্য জানান, বাজারে বাজারে গিয়ে যেখানে জনবহুল থাকে সেখানে গোপনে আমরা ছবি তুলে পাঠানোর কাজ করছি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বলেন, লকডাউন ভঙ করে যারা দোকানপাট খুলছেন সেইসব ছবি তারা আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। আমরা সাথে সাথে মোবাইল টিম পাঠিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্রাফিক পুলিশের মতো থানা পুলিশকেও আর্থিক জরিমানার সুযোগ দেয়া হলে বাজারগুলোতে জনসমাগম ঠেকানো যেত বলে মনে করেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী।

সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন জানান, করোনা মোকাবিলায় পুলিশের এমন উদ্যোগ সময়োপযোগী।

চাঁদপুরে আট উপজেলার মধ্যে সদর উপজেলা ও চাঁদপুর পৌরসভা এলাকায় ১ মে থেকে এ কমিউনিটি ওয়াচ টিম গঠন করা হয়।