করোনা সংকটে স্বাস্থ্য সুরক্ষা দিতে ব্যর্থ সরকার, বলি হচ্ছে জনগণ : ছাত্র ইউনিয়ন নেতা পার্থ

নেত্রকোনা প্রতিনিধি :
আজ মঙ্গলবার সকাল এগারোটা ত্রিশ মিনিটে নেত্রকোনা পৌরসভা মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,নেত্রকোনা জেলা সংসদ কর্তৃক সাত দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে জেলা কমিটির সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সরকার তার বক্তব্যে বলেন দেশের এই ক্রান্তিলগ্নে সরকার সাধারণ মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। আর তার ফলস্বরূপ বলি হচ্ছেন সাধারণ মানুষ। জেলা সংসদের সংগ্রামি সভাপতি মিঠুন শর্মার সভাপতিত্বে নিরাপদ দূরত্ব বজায় রেখে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

মিঠুন শর্মা তার বক্তব্যে বলেন, করোনায় সব কিছু স্থবির হয়ে থাকলেই থেমে নেই ধর্ষক, চোর লুটেরারা। তারা সদর্পে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন দলের সুযোগ নিয়ে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে।

মানববন্ধন থেকে মারুফাকে ধর্ষণ করে হত্যাকারী কাঞ্চন চেয়ারম্যানের ফাঁসির দাবি জানানো হয়। এছাড়াও শিক্ষাখাতে বাজেটের ১৮% বরাদ্দসহ মোট সাতটি দাবি নিয়ে কর্মসূচি পালন করে নেত্রকোনা ছাত্র ইউনিয়ন।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,নেত্রকোনা শহর কমিটির সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেল, সাধারণ সম্পাদক তাজিম রহমান,জেলা কমিটির সদস্য আবু বকর সিদ্দিকি নাদিম।

আগামীকাল উক্ত দাবিগুলো নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবেন বলে জানা যায়।

সমাবেশ থেকে নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করা হয়।
দাবিসমূহ :
০১। জাতীয় বাজেটের ১৮% স্বতন্ত্রভাবে শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে এবং আগামী তিন বছরে ক্রমান্বয়ে ২৫% করতে হবে।
০২। স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে।
০৩। নেত্রকোনার শিক্ষার্থীদের শিক্ষা ব্যায় ও মেস ভাড়া মওকুফ করতে হবে,প্রয়োজনে সরকারী বরাদ্দ প্রদান করতে হবে।
০৪। নেত্রকোনায় অভিলম্বে করোনা পরীক্ষাগার (পিসি আর ল্যাব) স্থাপন করতে হবে।
০৫। তৌহিদ ও মারুফাসহ সকল ধর্ষণ ও হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
০৬। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ফি মওকুফ করতে হবে
০৭। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে।