শেরপুরে স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ ১৩ জনের করোনা সনাক্ত

মো.জাকারিয়া খান জাহিদ, শেরপুর প্রতিনিধি :

শেরপুরে দুই স্বাস্থ্যকর্মী ও আট পুলিশ সদস্যসহ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০জন। সোমবার (১৮ মে) জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে , জেলা সদর হাসপাতালের এক সিনিয়র নার্স, নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও সদর ও নালিতাবাড়ী থানার ৮ পুলিশ সদস্য রয়েছেন।

এছাড়াও আক্রান্তদের মধ্যে শেরপুর শহরের গৃদানারায়ণপুর এলাকার এক গৃহবধূ ও তার ছেলে এবং সদর উপজেলার মুন্সিরচর এলাকার একজন পল্লী চিকিৎসক।

রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টে ওই ১৩ জনের করোনা ‘পজিটিভ’ বলে সনাক্ত করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ বলেন, আক্রান্ত পুলিশ সদস্যের মধ্যে দুইজনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্যরা হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়া তাদের সংস্পর্শে আসা অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।