শেরপুরের শ্রীবরদীতে বোরো ধান সংগ্রহের লক্ষে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

মো. জাকারিয়া খান জাহিদ, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহহের লক্ষে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুম সোমেশ্বরীতে ইউএনও নিলুফা আক্তারের সভাপতিত্বে এ লটারী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলাদার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিস, খাদ্য গুদাম কর্মকর্তা আশরাফুল আলম, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, চালকল মালিক সভাপতি গোলাম কিবরিয়া হেলাল, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রান্তিক কৃষক।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিগত ১০ মে চলতি বোরো মৌসুমে উপজেলার ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ১ হাজার ১ শত ৫৬ জন কৃষকের বিপরীতে ২ হাজার ৩ শত ১৩ মেট্রিক টন ধান সংগ্রহের জন্য ১ম দফায় লটারী অনুষ্ঠিত হয়েছে। খাদ্য অধিদপ্তর থেকে অতিরিক্ত আরো ৭ শত ৭০ মেট্রিক টন ধানের বরাদ্দ দিয়েছে। এ লক্ষে সোমবার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য ২য় দফায় লটারী অনুষ্ঠিত হয়।