মাদারীপুরে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য ইমাম গ্রেফতার

নিউজ ডেস্ক :

মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ইমাম হোসেন শেখকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে সদর উপজেলার হবিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ইমাম হোসেন রাজৈর উপজেলার পাঠানকান্দি গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম জানান, লিবিয়া হয়ে ইতালি নেয়ার কথা বলে যবুকদের জিম্মি করে টাকা হাতিয়ে নেয় ইমাম হোসেন শেখ ও তার ভাই আমির হোসেন।

ইমান হোসেন এলাকা থেকে মানবপাচারের জন্য যুবকদের সংগ্রহ করে সমুদ্রপথে ইতালির উদ্দেশে পাঠায়। পরবর্তীতে তার ভাই আমির হোসেন লিবিয়া অবস্থান করে ওই যুবকদের জিম্মি করে। পরে অত্যাচার করে আদায় করে মুক্তিপণের টাকা।

এমন অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার হবিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইমাম হোসেনকে গ্রেফতার করে র‌্যাব। তাকে রাজৈর থানায় হস্তান্তরের পরে আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।

ইমামের বিরুদ্ধে রাজধানীর পন্টন ও মাদারীপুরের রাজৈর থানায় মানবপাচার দমন আইনে একাধিক মামলাও রয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।